চট্টগ্রাম প্রতিনিধি ->>
প্রার্থী। জোটগতভাবে হলে বিএনপির পক্ষেই যাবে তাদের অন্তত ১৫ হাজার ভোট। অন্যদিকে জাতীয় পার্টির টিকিটে কেন্দ্রীয় নেতা এম এ সালাম, ইসলামী আন্দোলনের মাওলানা মনসুরুল হক জিহাদী, জাসদের (ইনু) কেন্দ্রীয় নেতা নুরুল আকতার ও এএনপির প্রেসিডিয়াম সদস্য মুকতাদের আজাদ খানের নামও ভোটের মাঠে শোনা যাচ্ছে।
এদিকে প্রার্থীর পাশাপাশি বিগত সময়ের উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা চলছে ভোটারদের মাঝে। সাগরের ভাঙনে যাঁরা ক্ষতির শিকার হয়েছেন, তাঁরা স্থায়ী বাঁধ চান। আবার দ্বীপে বিদ্যুতের সমস্যা নিয়ে যে প্রার্থী কাজ করবেন, তাঁকে ভোট দিতে আগ্রহী তাঁরা। স্থানীয় ভোটার সালেহ নোমান বলেন, ভোটে যিনিই নির্বাচিত হয়ে আসুন; এই দ্বীপের উন্নয়ন চাই।
বর্তমানে একটি পৌরসভা এবং ১৪টি ইউনিয়ন নিয়ে সন্দ্বীপ উপজেলা। এখানে ভোটার ২ লাখ ২ হাজার ৬২৫ জন।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.