স্পোর্টস ডেস্ক ->>
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ-ঊরুতে চোট পান সাকিব আল হাসান।
বাংলাদেশ দলের অধিনায়ককে ম্যাচ চলাকালীনই হাসপাতালে স্ক্যানের জন্য নেয়া হয়। এরপর সাকিব কেমন আছেন সেটি জানা যায়নি।
শনিবার চেন্নাই থেকে পরবর্তী ম্যাচের ভেন্যু পুনে যাওয়ার আগে সাকিবের সর্বশেষ অবস্থা জানিয়েছেন, বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সাকিবের স্ক্যানের রিপোর্ট এখনো পাওয়া যায়নি বলে জানান মাহমুদ।
তবে পায়ে ছোট্ট টিয়ার আছে বলে ধারণা দলের। যদিও মাহমুদের বিশ্বাস, আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে সাকিবকে। মাহমুদ বলেন, 'সাকিবের রিপোর্ট এখনও দেয়নি। ব্যথা কমে গেছে।
কোন স্টেজে আছে এটার রিপোর্ট হয়ত পাব। তবে ছোট টিয়ার আছে পায়ে। আশা করছি ভারতের বিপক্ষে পাব ইনশাআল্লাহ। ছোট্ট একটা টিয়ার আছে মনে হয়। গ্রেড ওয়ান বা টু হবে। আজকেই হয়ত রিপোর্ট পাব।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.