মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা ->>
গত ১৩ অক্টোবর শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার নাউরী আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি ।
তিনি বলেন, যদি আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী বানান তাহলে মতলব- গজারিয়া স্বপ্নের সেতু নির্মাণ হবে। মতলবে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে উন্নয়নের জোয়ার ভয়ে যাবে।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বতে ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য দেন- ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি, জেলা মহিলা নেত্রী লাভলী আক্তার,দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব প্রধান, ফরাজিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার রেজাউল করিম, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহায়েদুজ্জামান সরকার ওয়াদুধ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, গজরা ইউনিয়ন যুবলীগের সাবেক আহব্বায়ক মফিজুল ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা তামিম প্রমুখ।