1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন

ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি

ঢাকার হাওয়া ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৮২ বার পঠিত

স্পোর্টস ডেস্ক ->>
জয় দিয়ে বিশ্বকাপ মিশন করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

তবে চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানরা কিছু করে দেখাবেন, এটাই ছিল প্রত্যাশা। তবে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা। ২৪৬ রানের টার্গেট দিয়ে কিউইদের মাত্র দুই উইকেট নিতে পেরেছে বাংলাদেশের বোলিং ইউনিট।

টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান এখন কোথায় এমন প্রশ্নে মুস্তাফিজ বলেন, ‘কোনো কিছুই অসম্ভব না। আমরা তো ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।’ শেষ দুই ম্যাচে ব্যাটিং ও বোলিং সবখানেই হতাশা। এমন অবস্থায় দলের ভেতর কি ধরণের আলাপ হচ্ছে তা জানতে চাওয়া হয়েছিল ফিজের কাছে।

তিনি বলেন, ‘আমরা হলো ভালো করার উপায় খুঁজছি। নিজেরা কথাবার্তা বলছিলাম কী করলে ভালো কিছু হবে।’ পেসারা প্রত্যাশা পূরণ করতে পারেনি। উইকেট পাঁচ্ছেন না তারা। অবশ্য মুস্তাফিজ দাবি করেন শুরুটা ভাল ছিল তাদের, ‘আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম।

আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো তাহলে আরও সুযোগ থাকতো। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলতো। অন্তত ২৮০ এর মতো হলে ভালো কিছু হতো।’ পুরো ম্যাচে গোটা পাঁচেক ক্যাচ মিস ছিল।

এ বিষয়ে তিনি বলেন, ‘যেটা উইকেট হয়নি, সেটা তো দুর্ভাগ্য বলে লাভ নাই। উইকেট ওরকম ছিল যারা ভালো জায়গায় বোলিং করেছে, তারা সফল হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা